Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্নঃ ৯। থানা/পুলিশ হেফাজতে আসামী আত্মহত্যা করলে বা মারা গেলে পুলিশ অফিসারের করনীয় কি ??

প্রশ্নঃ ৯। থানা/পুলিশ হেফাজতে আসামী আত্মহত্যা করলে বা মারা গেলে পুলিশ অফিসারের করনীয় কি?

উত্তর:- থানা/পুলিশ হেফাজতে আসামী মারা গেলে পুলিশ অফিসারের করনীয় নিম্নেউল্লেখ করা হলো-

১। থানা হেফাজতে আসামী মারা গেলে কিংবা আত্মহত্যা করলে থানার কর্তব্যরত পুলিশ অফিসারের প্রথম করণীয় হবে পুলিশ আইনের ৪৪ ধারা, ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৪, ১৫৫ ধারা এবং পিআরবি বিধি ৩৭৭ মতে মৃত্যুর ঘটনাটি জিডিতে লিপিবদ্ধ করতে হবে।
২। বিষয়টি সাথে সাথে ওসিসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। ফৌজদারী কার্যবিধি আইনের ১৫০ ধারা, পিআরবি বিধি ১২০।
৩। পুলিশ অফিসার নিজে বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করবেন। ফৌজদারী কার্যবিধি আইনের ১৭৪ ধারা, পিআরবি বিধি ২৯৯।
৪। ওসি’র অবর্তমানে মৃত্যুর ঘটনা সম্পর্কে নিকটতম ম্যাজিষ্ট্রেটকে বিচার বিভাগীয় তদন্তের জন্য আবেদন জানাতে হবে। ফৌজদারী কার্যবিধি আইনের ১৭৬ ধারা।
৫। হাজতখানায় লাশ যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে।
৬। পুলিশ অফিসার উক্ত লাশের এবং ঘটনাস্থলের ছবি তুলে রাখবেন। পিআরবি বিধি ৬৩৫, ৬৩৮
৭। ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের তদন্তভার গ্রহণ করবেন, নিজে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করবেন এবং লাশের চালান ফরমে স্বাক্ষর করবেন। ফৌজদারী কার্যবিধি আইনের ১৭৬(১), পিআরবি বিধি ৩০২(খ)।
৮। পুলিশ অফিসার ম্যাজিষ্ট্রেটের নির্দেশে মফস্বল সিসির মাধ্যমে কনস্টেবল মারফতে ম্যাজিষ্ট্রেট কর্তৃক প্রস্তুত করা সুরতহাল রিপোর্ট ও চালান ফরম দিয়ে মৃত্যুর সঠিক কারণ নির্নয়ের জন্য লাশ মর্গে প্রেরণ করবেন। পিআরবি বিধি ৩০৪, ৩০৫।
৯। লাশ ময়না তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষার পর তার আত্মীয়-স্বজনের নিকট বা নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন। পিআরবি বিধি ৩১০।

 প্রশ্নঃ ৯। থানা/পুলিশ হেফাজতে আসামী আত্মহত্যা করলে বা মারা গেলে পুলিশ অফিসারের করনীয় কি?

প্রশ্নঃ ৯। থানা/পুলিশ হেফাজতে আসামী আত্মহত্যা করলে বা মারা গেলে পুলিশ অফিসারের করনীয় কি?

*

Post a Comment (0)
Previous Post Next Post