উত্তরঃ
মামলা তদন্তকারী পুলিশ অফিসারের ক্ষমতা সমূহ নিম্নেবর্ণনা করা হলোঃ-
১। আমলযোগ্য অপরাধের মামলা তদন্ত করার জন্য তদন্তকারী অফিসারকে ম্যাজিস্ট্রেটের নিকট হতে অনুমতি নিতে হবে না। অর্থাৎ তিনি ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই মামলা তদন্ত করতে পারবেন। ফৌজদারী কার্যবিধি’র ধারা ১৫৬।
২। মামলা তদন্তকালে তদন্তকারী অফিসার চোরাই বা লুন্ঠিত মালামাল, অপহৃত বা ভিকটিম উদ্ধারের জন্য ক্সহ.চ বিজ্ঞাপন ইস্যু করতে পারবেন। পিআরবি বিধি ২৫০।
৩। তদন্তকারী পুলিশ অফিসার ঘটনাস্থল পরিদর্শন করতে পারবেন এবং ঘটনাস্থল সংরক্ষণের নিমিত্তে ঘিরে রাখতে পারবেন। ফৌজদারীকার্যবিধি’র ধারা ১৫৬, পিআরবি বিধি ২৫৮।
৪। কোন ভিকটিম যদি মৃত্যু মুখে পতিত হয় তাহলে ভিকটিমের মৃত্যুকালীন জবানবন্দী রেকর্ড করতে পারবেন। সাক্ষ্য আইনের ধারা ৩২(১), পিআরবি বিধি ২৬৬।
৫। ঘটনাস্থলে কোন মৃতদেহ থাকলে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করতে পারবেন। ফৌজদারী কার্যবিধি’র ধারা ১৭৪ ধারা, পিআরবি বিধি ২৯৯।
৬। মৃতদেহের সুরতহাল রিপোর্টের সাক্ষী হওয়ার জন্য দুই বা ততোধিক ব্যক্তিকে ফৌজদারী কার্যবিধি আইনের ১৭৫ ধারা মতে সমন ইস্যু করে তলব করতে পারবেন।
৭। মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী, ভিকটিম ও নিরপেক্ষ ব্যক্তিদের জবানবন্দী রেকর্ড করতে পারবেন। ফৌজদারী কার্যবিধি’র ধারা ১৬১, পিআরবি বিধি ২৬৫।
৮। ঘটনা সংশ্লিষ্ট কোন চোরাইমাল, সন্ধিগ্ধ মালামাল বা লুন্ঠিত মালামাল উদ্ধার, আসামী গ্রেফতারের জন্য যে কোন স্থান তল্লাশি করতে পারবেন। ফৌজদারী কার্যবিধি’র ধারা ১০২, ১০৩, ১৬৫, পিআরবি বিধি ২৮০।
৯। কোন স্থান তল্লাশিকালে ফৌজদারী কার্যবিধি আইনের ১০৩(১) ধারা মতে দুই বা ততোধিক ব্যক্তিকে সাক্ষী হওয়ার জন্য হাজিরে নিমিত্তে সমন ইস্যু করতে পারবেন।
১০। তদন্তকালে যদি কোন দলিলপত্র বা কোন জিনিসপত্র হাজিরের প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে তিনি ফৌজদারী কার্যবিধি আইনের ৯৪ ধারা মতে সমন ইস্যু করতে পারবেন।
১১। এজাহার ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন। ফৌজদারী কার্যবিধি’র ৪৬ ধারা, পিআরবি বিধি ৩১৬।
১২। লুন্ঠিত দ্রব্যাদি উদ্ধার, সহযোগী আসামী গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের নিমিত্তে বিজ্ঞ আদালতের আদেশে আসামীদেরকে রিমান্ডে আনতে পারবেন। ফৌজদারী কার্যবিধি’র ধারা ১৬৭, পিআরবি বিধি ৩২৪।
১৩। অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হলে চার্জশিট দাখিল করতে পারবেন। অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত না হলে আসামীদের মামলার দায় হতে অব্যাহতিদানের জন্য ফাইনাল রিপোর্ট দাখিল করতে পারবেন। ফৌজদারী কার্যবিধি’র ধারা ১৭৩, পিআরবি বিধি ২৭৫।