Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ৫। চার্জশিট কাকে বলে? ইহা কখন দাখিল করতে হয় আলোচনা কর ??

প্রশ্ন- ৫। চার্জশিট কাকে বলে? ইহা কখন দাখিল করতে হয় আলোচনা কর।

প্রশ্ন- ৫। চার্জশিট কাকে বলে? ইহা কখন দাখিল করতে হয় আলোচনা কর।

উত্তরঃ চার্জশিট বা অভিযোগপত্র:- মামলা তদন্তকারী পুলিশ অফিসার তদন্ত শেষে যখন জানতে পারেন মামলায় উল্লেখিত অপরাধটি সত্য, তখন উক্ত তদন্তকারী কর্মকর্তা বিপি ফরম নং ৩৯ মতে অভিযুক্ত আসামীদের প্রকাশ্য আদালতে বিচারের জন্য এবং অভিযুক্ত নয় এমন আসামীদের অব্যাহতির জন্য বিবরণ দিয়ে ম্যাজিষ্ট্রেটের নিকট যে পুলিশ রিপোর্ট পেশ করেন তাকে চার্জশিট বা অভিযোগপত্র বলে। তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হলে চার্জশিট দাখিল করতে হয়। ফৌজদারী কার্যবিধি আইনের ১৭৩ ধারা ও পিআরবি বিধি ২৭২।


             প্রশ্ন- ৫। চার্জশিট কাকে বলে? ইহা কখন দাখিল করতে হয় আলোচনা কর।

*

Post a Comment (0)
Previous Post Next Post