উত্তরঃ
আমি ডিউটি অফিসার কর্মরত থাকাকালে বর্নিত ঘটনার আলোকে কোন ব্যক্তি তার মেয়ের নিখোঁজ হওয়ার সংবাদ নিয়ে আসলে আমি নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করবঃ
১। বর্নিত ব্যক্তির বক্তব্য মোতাবেক বিষয়টি জিডিতে নোট দিব। এসময় নিখোজ ব্যক্তির নাম, পিতার নাম, স্থায়ী ঠিকানা, বয়স, উচ্চতা, চেহারা, গায়ের রং, চুলের রং, নিখোজ হওয়ার সময় পড়নের পোশাক, পেশা ইত্যাদি বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে জিডিতে উল্লেখ করতে হবে। এ সময় মেয়ের পিতার নিকট হতে তার ছবি সংগ্রহ করব। পুলিশ আইনের ৪৪ ধারা, কার্যবিধি আইনের ১৫৪, ১৫৫ ধারা এবং পিআরবি বিধি ৩৭৭
২। বিষয়টি অফিসার ইনচার্জ মহোদয়সহ উর্ধ্বতন কর্মকর্তাগণকে অবগত করব। কার্যবিধির ১৫০ ধারা, পিআরবি বিধি ১২০।
৩। মানুষ নিখোজ হওয়া সংক্রান্তে অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশক্রমে ওসি, সকল থানা, বাংলাদেশ পুলিশ বরাবর নিখোজ মেয়ের বিস্তারিত বর্ণনা দিয়ে বেতার বার্তা প্রেরণ করব। পুলিশ আইনের ২৩ ধারা, পিআরবি বিধি ১১৮।
৪। নিখোজ মেয়ের বিস্তারিত বর্ণনা ও ছবি “ক্রাইম ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম” (সিডিএমএস)-এ এন্ট্রি করব। পিআরবি বিধি ৩৮০, ৩৯১।
৫। নিখোজ মেয়েকে উদ্ধারের জন্য তার শিক্ষা প্রতিষ্ঠান, আত্মীয় স্বজন বাড়ীসহ প্রয়োজনীয় সকল জায়গায় যোগাযোগ করব।
৬। নিখোজ মেয়েকে উদ্ধারের জন্য থানার সকল অফিসার ও ফোর্সকে অবহিত করব। কার্যবিধি ১৫০ ধারা, পিআরবি বিধি ১২০
৭। বর্নিত বিষয়ে চেক্সকিদারী প্যারেডের মাধ্যমে সকল চেক্সকিদারগণকে অবহিত করব। পিআরবি বিধি ৩৬৩, ৩৬৬, ৩৬৭, ৩৬৮
৮। নিখোজ মেয়ের বিস্তারিত বর্ণনা ও ছবি ডাকযোগে ও ই-মেইলে ওসি, সকল থানা বরাবর প্রেরণ করব। ৯। নিখোজ মেয়ের বিস্তারিত বর্ণনা ও ছবি নিকটবর্তী সকল সরকারী হাসপাতাল সমূহে প্রেরণ করব। পুলিশ আইনের ২৩ ধারা, পিআরবি বিধি ১১৮
১০। নিখোজ মেয়েকে উদ্ধারের জন্য জরুরী ভিত্তিতে তার ছবিসহ জাতীয় ক্সদনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য তার পিতাকে পরামর্শ দিব। পিআরবি বিধি ৩১৪।
১১। নিখোজ মেয়ের উদ্ধারে পর্যাপ্ত সোর্স নিয়োগ করব। পিআরবি বিধি ২৯৫, ৩৪১, ৩৪২, ৩৪৫।
১২। নিখোজ মেয়ে উদ্ধার হলে উদ্ধারের বিষয়টি জিডিতে লিপিবদ্ধ করতে হবে এবং ওসিসহ উর্ধ্বতন কর্মকর্তাগণকে অবহিত করতে হবে। পুলিশ আইনের ৪৪ ধারা, কার্যবিধি আইনের ১৫৪, ১৫৫ ধারা এবং পিআরবি বিধি ৩৭৭