Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ২৩। আপনি থানার চার্জে থাকা অবস্থায় জানতে পারলেন যে, আপনার থানার “ক” নামক বাস স্ট্যান্ডের পার্শ্ব খাল হতে একদল লোক অবৈধ ভাবে মেশিন দিয়ে বালু মাটি উত্তোলন করছে। পরবর্তী করনীয় কি ?

উত্তরঃ

আমি থানার চার্জে থাকা অবস্থায় থানার “ক” নামক বাস স্ট্যান্ডের পার্শ্ব খাল হতে একদল লোক অবৈধ ভাবে মেশিন দিয়ে বালু মাটি উত্তোলন করছে এমন সংবাদ এলে নিম্নবর্ণিত পদক্ষেপ সমূহ গ্রহণ করবঃ- 
১। বালু মাটি উত্তোলনের সংবাদ পাওয়ার পর বিষয়টি জিডিতে নোট দিব। কার্যবিধি ১৫৪, ১৫৫ ধারা, পুলিশ আইনের ৪৪ ধারা, পিআরবি বিধি ৩৭৭। 
২। থানার চার্জ পরবর্তী সিনিয়র কর্মকর্তার উপর অর্পণ করে প্রয়োজনীয় সংখ্যক ফোর্স নিয়ে সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হব। কার্যবিধির ধারা ১৫৬ 
৩। ঘটনাস্থলে পেক্সছে সংবাদের সত্যতা যাচাই করব। এ সময় ঘটনাস্থল ঘিরে ফেলব। কার্যবিধি’র ধারা ১৫৬, পিআরবি বিধি ২৫৮।  
৪। ঘটনাস্থলে বালু ও মাটি উত্তোলনে কোন লোকজন নিয়োজিত থাকলে প্রথমেই তাদের গ্রেফতার করব। কার্যবিধি’র ৪৬, ১৫১ ধারা, পিআরবি বিধি ৩১৬। এসময় কার্যবিধি’র ধারা ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ১০২, ১০৩ ও পিআরবি বিধি ২৮০ অনুসরণ করতে হবে। 
৫। বালু মাটি উত্তোলনের মেশিন ও সরঞ্জামকে জব্দ তালিকা মূলে জব্দ করব। কার্যবিধি’র ধারা ১০৩(২), পিআরবি বিধি ২৮০। 
৬। বিষয়টি মোবাইল ফোনে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। কার্যবিধি ১৫০ ধারা, পিআরবি বিধি ১২০। 
৭। অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলনের জন্য মোবাইল কোর্টের মাধ্যমে বিচারের জন্য উপজেলা ম্যাজিস্ট্রেটকে অনুরোধ জানাব। কার্যবিধি ১৫০ ধারা, পিআরবি বিধি ১২০।
৮। ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হলে তাঁর নিকট আসামী ও আলামত উপস্থাপন করে পুরো বিষয়টি খুলে বলব। 
৯। ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে অপরাধীদের কারাদন্ড সাজা প্রদান করলে তাদেরকে ম্যাজিস্ট্রেটের নির্দেশ মোতাবেক পুলিশী পাহারায় জেলা কারাগারে প্রেরণ করব। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা। কার্যবিধি’র ধারা ৬১, পিআরবি বিধি ৩২৪। 
১০। জব্দকৃত মেশিন ও সরঞ্জামের বিষয়ে নিষ্পত্তির জন্য ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুসরণ করব। পুলিশ আইনের ২৩ ধারা। 
১১। থানায় ফিরে এসে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদানের বিষয়ে পুনরায় জিডিতে নোট দিব। কার্যবিধি ১৫৪, ১৫৫ ধারা, পুলিশ আইনের ৪৪ ধারা, পিআরবি বিধি ৩৭৭। 
১২। ম্যাজিস্ট্রেট কর্তৃক গৃহীত কার্যক্রম সম্পর্কে পুলিশ সুপার মহোদয়কে অবহিত করব। কার্যবিধি ১৫০ ধারা, পিআরবি বিধি ১২০

প্রশ্ন- ২৩। আপনি থানার চার্জে থাকা অবস্থায় জানতে পারলেন যে, আপনার থানার “ক” নামক বাস স্ট্যান্ডের পার্শ্ব খাল হতে একদল লোক অবৈধ ভাবে মেশিন দিয়ে বালু মাটি উত্তোলন করছে। পরবর্তী করনীয় কি ?

প্রশ্ন- ২৩। আপনি থানার চার্জে থাকা অবস্থায় জানতে পারলেন যে, আপনার থানার “ক” নামক বাস স্ট্যান্ডের পার্শ্ব খাল হতে একদল লোক অবৈধ ভাবে মেশিন দিয়ে বালু মাটি উত্তোলন করছে। পরবর্তী করনীয় কি ?

              প্রশ্ন- ২৩। আপনি থানার চার্জে থাকা অবস্থায় জানতে পারলেন যে, আপনার থানার “ক” নামক বাস স্ট্যান্ডের পার্শ্ব খাল হতে একদল লোক অবৈধ ভাবে মেশিন দিয়ে বালু মাটি উত্তোলন করছে। পরবর্তী করনীয় কি ?

*

Post a Comment (0)
Previous Post Next Post