Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ৪। স্থাবর সম্পত্তি বা জমি নিয়ে বিরোধের সংবাদ বা শান্তিভঙ্গের আশংকার সংবাদ থানায় আসলে করনীয় কি অথবা জমি নিয়ে বিরোধপূর্ণ স্থানে হুশিয়ারী বা সতর্কীকরণ নোটিশ জারীর পদ্ধতি আলোচনা করুন।

প্রশ্ন- ৪। স্থাবর সম্পত্তি বা জমি নিয়ে বিরোধের সংবাদ বা শান্তিভঙ্গের আশংকার সংবাদ থানায় আসলে করনীয় কি অথবা জমি নিয়ে বিরোধপূর্ণ স্থানে হুশিয়ারী বা সতর্কীকরণ নোটিশ জারীর পদ্ধতি আলোচনা করুন।

উত্তরঃ

স্থাবর সম্পত্তি বা জমি নিয়ে বিরোধের সংবাদ বা শান্তিভঙ্গের আশংকার সংবাদ থানায় আসলে করনীয় কার্যক্রম বা জমি নিয়ে 
বিরোধপূর্ণ স্থানে হুশিয়ারী বা সতর্কীকরণ নোটিশ জারীর পদ্ধতি নিম্নেআলোচনা করা হলোঃ  
১। স্থাবর সম্পত্তি বা জমি নিয়ে বিরোধের সংবাদ বা শান্তিভঙ্গের আশংকার সংবাদ থানায় আসলে সংবাদদাতা বা বাদীর কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়ে বিষয়টি অফিসার ইনচার্জ মহোদয়কে অবগত করে জেনারেল ডায়রীতে নোট দিতে হবে। কার্যবিধির ১৫৪, ১৫৫ ধারা, পুলিশ আইনের ৪৪ ধারা, পিআরবি বিধি ৩৭৭। 
২। জমি নিয়ে বিরোধপূর্ণ স্থানে শান্তিভঙ্গের আশংকা .তরী হওয়ায় পুলিশ অফিসার দন্ডবিধির ১৫৪ ধারা ও পিআরবি বিধি ২৫২ মতে বিরোধপূর্ণ স্থাবর সম্পত্তির মালিকানা নির্ধারণ না হওয়া পর্যন্ত সেখানকার আইন শৃঙ্খলা রক্ষার্থে সকল প্রকার নির্মাণ কাজ, খননসহ যাবতীয় কাজ বন্ধ রাখার জন্য বিপি ফরম নং ৩২ মূলে হুশিয়ারী বা সর্তকীকরণ নোটিশ প্রস্তুত করে বাদী ও বিবাদী উভয়পক্ষের নিকট জারী করবেন।
৩। হুশিয়ারী নোটিশ জারী করার পর যদি কোন পক্ষ উক্ত নোটিশের প্রতি অবজ্ঞা প্রদর্শন বা অমান্য করে বা শান্তিশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে তাহলে পুলিশ অফিসার তাদেরকে ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারা ও পিআরবি বিধি ৩১৬ মতে বিনা পরোয়ানায় গ্রেফতার করে বিজ্ঞ দালতে সোপর্দপূর্বক ফৌজদারী কার্যবিধির ১০৭ ধারা মোতাবেক নন-এফআইআর প্রসিকিউশন রিপোর্ট দাখিল করবেন।

প্রশ্ন- ৪। স্থাবর সম্পত্তি বা জমি নিয়ে বিরোধের সংবাদ বা শান্তিভঙ্গের আশংকার সংবাদ থানায় আসলে করনীয় কি অথবা জমি নিয়ে বিরোধপূর্ণ স্থানে হুশিয়ারী বা সতর্কীকরণ নোটিশ জারীর পদ্ধতি আলোচনা করুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post