উত্তরঃ থানার ওসি বা মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা যদি মনে করেন, যে অপরাধের জন্য তদন্ত করতে তিনি ক্ষমতাবান সেই অপরাধ সম্পর্কে কোন আলামত বা অস্ত্রশস্ত্র বা উপকরণ অন্য এলাকায় বিদ্যমান আছে বা গ্রেফতারকৃত আসামীর নিকট হতে স্বীকারোক্তি বা তথ্য পাওয়া গেছে যে, অন্য থানা এলাকায় আলোচ্য মামলা সংক্রান্তে আলামত লুকায়িত আছে তাহলে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা বা ওসি উহা জব্দ বা পুলিশ হেফাজতে নেয়ার জন্য অন্য থানা এলাকায় বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারবেন। ফৌজদারী কার্যবিধির ১৬৬(৩) ধারা, পিআরবি বিধি ২৮০।