উত্তরঃ পিআরবি বিধি ১১৮ মতে প্রত্যেক পুলিশ অফিসারের সর্বপ্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্য হলো অপরাধ দমন বা নিবারণ করা এবং আইন-শৃংখলা রক্ষা। সে হিসেবে পুলিশ আইনের ২৩(৪) ধারা মতে কর্তব্য পালন করার সময় কোন অপরাধ সংঘটিত হতে দেখলে বা হওয়ার আশংকা থাকলে উক্ত অপরাধ প্রতিরোধ বা নিবারণ করার জন্য এবং উক্ত আইনের ২৩(৮) ধারা মতে আইনসঙ্গতভাবে গ্রেফতারযোগ্য সকল ব্যক্তিকে গ্রেফতার করার জন্য যে কোন পুলিশ অফিসার তথা একজন কনস্টেবল বিনা পরোয়ানায় যে কোন সরাবখানা, জুয়ার আসর বা সন্দিগ্ধ ও উশৃংখল ব্যক্তিদের সমাগম স্থলে প্রবেশ করে তল্লাশি করতে পারবেন এবং তথায় কি আছে না আছে তা দেখতে পারবেন।
প্রকাশ্য জুয়া আইনের ৫ ধারা মতে যে কোন পদের পুলিশ অফিসার প্রয়োজনীয় সাহায্যকারীসহ ঘর, তাঁবু, কক্ষ, প্রাঙ্গণ বা প্রাচীরবেষ্টিত স্থান যেখানে জুয়া খেলা হচ্ছে সেখানে দিনে বা রাতে যে কোন সময় প্রয়োজনে শক্তি প্রয়োগ করে প্রবেশ করে ক্রীড়ারত ব্যক্তিদের বিনা পরোয়ানায় গ্রেফতার, জুয়া খেলার কাজে ব্যবহৃত সরঞ্জাম, অর্থ ও অন্যান্য সামগ্রী আটক করতে পারবেন। এই সময় উক্ত স্থানের যে কোন অংশ ও আটক ব্যক্তির দেহ বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারবেন। ফলে প্রকাশ্য জুয়া আইনের ৫ ধারা মতে একজন পুলিশ কনস্টেবল বিনা পরোয়ানায় জুয়া খেলার আসর তল্লাশি করতে পারেন। পিআরবি বিধি ২৮০।