Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ১৭। কোন অস্ত্রের তল্লাশি করার প্রয়োজন দেখা দিলে পুলিশ অফিসারের করণীয় কি?

প্রশ্ন- ১৭। কোন অস্ত্রের তল্লাশি করার প্রয়োজন দেখা দিলে পুলিশ অফিসারের করণীয় কি?

উত্তরঃ কোন অস্ত্রের তল্লাশি করার প্রয়োজন হলে পুলিশ আইনের ২৪ ধারা ও পিআরবি বিধি ২১৩ মতে পুলিশ অফিসার উক্ত অস্ত্রের তল্লাশি পরোয়ানার জন্য ম্যাজিষ্ট্রেটের নিকট আবেদন করবেন। অস্ত্র আইনের ২৫ ধারা মতে ম্যাজিষ্ট্রেটের নিকট হতে তল্লাশি পরোয়ানা নিয়ে তল্লাশি করবেন। উক্ত অস্ত্র দ্বারা যদি কোন আমলযোগ্য অপরাধ যেমন- খুন, দাঙ্গা-হাঙ্গামা, ডাকাতি ইত্যাদি সংঘটন হবার সম্ভাবনা থাকে তাহলে পুলিশ অফিসার তল্লাশি পরোয়ানা ছাড়াই তল্লাশি চালাতে পারবেন। ফৌজদারী কার্যবিধি আইনের ১০৩(২) ধারা, পিআরবি বিধি ২৮০।

প্রশ্ন- ১৭। কোন অস্ত্রের তল্লাশি করার প্রয়োজন দেখা দিলে পুলিশ অফিসারের করণীয় কি?

*

Post a Comment (0)
Previous Post Next Post