Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ২১। তল্লাশি করার উত্তম সময় কখন ?

প্রশ্ন- ২১। তল্লাশি করার উত্তম সময় কখন ?

উত্তরঃ সাধারণত দিনের বেলায় তল্লাশি করা উত্তম। তবে যদি কোন স্থানে রাতের বেলায় তল্লাশি করা না হলে অপরাধ সংক্রান্ত আলামত বা বস্তু নষ্ট, সরিয়ে ফেলা বা অপরাধীর পলায়নের সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে উক্ত স্থান রাতের বেলায় তল্লাশি করা যাবে। ফৌজদারী কার্যবিধির ১০২, ১০৩ ধারা, পিআরবি বিধি ২৮০, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(২) ধারা।

প্রশ্ন- ২১। তল্লাশি করার উত্তম সময় কখন ?

*

Post a Comment (0)
Previous Post Next Post