উত্তরঃ ফৌজদারী কার্যবিধির ১০৩(৫) ধারা মতে তল্লাশি কার্যক্রমে সাক্ষী হাজির না হলে বা সাক্ষী হতে অস্বীকার বা অবহেলা করলে তার বিরুদ্ধে দন্ডবিধির ১৮৭ ধারা মতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে নন-এফআইআর প্রসিকিউশন রিপোর্ট দাখিল করতে হবে। পিআরবি বিধি ২৫৪।
ফৌজদারী কার্যবিধির ১০৩(২) ধারা ও পিআরবি বিধি ২৮০ মতে প্রস্তুতকৃত জব্দ তালিকায় সাক্ষী স্বাক্ষর করতে অস্বীকার করলে তার বিরুদ্ধে দন্ডবিধির ১৮০ ধারা মতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে নন-এফআইআর প্রসিকিউশন রিপোর্ট দাখিল করতে হবে। পিআরবি বিধি ২৫৪।