Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ২৩। গ্রেফতার না করেও কি কোন ব্যক্তির দেহ তল্লাশি করা যায় ?

প্রশ্ন- ২৩। গ্রেফতার না করেও কি কোন ব্যক্তির দেহ তল্লাশি করা যায় ?

উত্তরঃ নিম্নলিখিত ক্ষেত্রে কোন ব্যক্তিকে গ্রেফতার না করেও তার দেহ তল্লাশি করা যায়ঃ
১। গৃহ তল্লাশির সময় গৃহে অবস্থানকারী ব্যক্তির দেহে কোন আলামত আছে এমন সন্দেহে তাকে গ্রেফতার না করে দেহ তল্লাশি করা যায়। ফৌজদারী কার্যবিধির ১০২(৩) ধারা, পিআরবি বিধি ২৮০

২। কোন ব্যক্তির কাছে চোরাইমাল আছে এমন সন্দেহে তাকে গ্রেফতার না করে দেহ তল্লাশি করা যায়। কার্যবিধির ৫৫০ ধারা
৩। কোন ব্যক্তির কাছে অবৈধ মাদকদ্রব্য আছে এমন সন্দেহে তাকে গ্রেফতার না করে দেহ তল্লাশি করা যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)(গ) ধারা।
৪। ডিএমপি অধ্যাদেশের ২০ ধারা মতে ঢাকা মহানগর এলাকায় যে কোন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার না করেও তার দেহ তল্লাশি করা যায়।
৫। এসিড নিয়ন্ত্রণ আইনের ২৭ ধারা মতে যে কোন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার না করেও তার দেহ তল্লাশি করা যায়।

প্রশ্ন- ২৩। গ্রেফতার না করেও কি কোন ব্যক্তির দেহ তল্লাশি করা যায় ?

*

Post a Comment (0)
Previous Post Next Post