প্রশ্ন- ২৪। কোন সন্দেহভাজন ব্যক্তির দেহ তল্লাশি করা যাবে কি ?p>
উত্তরঃ ফৌজদারী কার্যবিধির ৫৫০ ধারা মতে কোন ব্যক্তির নিকট চোরাইমাল বা অপরাধজনক মালামাল থাকতে পারে মর্মে পুলিশ অফিসারের সন্দেহ হলে উক্ত ব্যক্তিকে গ্রেফতার না করে তার দেহ তল্লাশি করা যাবে এবং তল্লাশি করে কোন চোরাইমাল বা অপরাধজনক মালামাল পাওয়া গেলে তা জব্দ তালিকা মূলে জব্দ করা যাবে এবং উক্ত ব্যক্তিকে গ্রেফতার করা যাবে। ফৌজদারী কার্যবিধির ৫৪(৪) ধারা। পিআরবি বিধি ২৮০, ডিএমপি অধ্যাদেশের ২০ ধারা। সন্দেহভাজন ব্যক্তি মহিলা হলে কার্যবিধির ৫২ ধারা মতে মহিলা পুলিশ বা অপর একজন মহিলা দিয়ে তল্লাশি করতে হবে।
প্রশ্ন- ২৪। কোন সন্দেহভাজন ব্যক্তির দেহ তল্লাশি করা যাবে কি ?